ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মারা গেলো রানী! 

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২১, ২১:২৫

পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে বাংলাদেশের হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর স্বীকৃতি পাওয়ার আগেই মারা গেলো শিকড় এগ্রো'র “রানী”।

এগ্রো ফার্মের ব্যবস্থাপক এম হাসান হাওলাদার জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তৃতীয় ইমেইলের উত্তর দেবার জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে দু’জন কর্মকর্তা শিকড় এগ্রো’র সাভার শাখায় যান। ছবি তোলার সময় অতিরিক্ত গ্যাসের কারণে পেট ফোলা নজরে আসায় পশু চিকিৎসক জনাব আতিকুজ্জামানের পরামর্শে তৎক্ষণাৎ রানী’কে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেবার পরপরই ডাক্তার’রা রানীর সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসা পরবর্তীতে রানী বেশ কিছুক্ষণ ভালো ছিলো। এরপর রানী মারা যায়।

তিনি বলেন, রানী’কে উচ্চ মূল্যে বিক্রির বিষয়ে আমাদের মানসিকতা নিয়ে কিছু মানুষের মন্তব্য করাটা ছিলো খুবই হতাশার। কারণ রানী আমাদের কাছে বিক্রির কোন পণ্য ছিলো না, বরং রানী ছিলো শিকড় এগ্রো'র ভালোবাসা-সর্বোপরি বাংলাদেশের গর্ব।

হাসান হাওলাদার আরও জানান, কিছুক্ষণ আগেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে রানী’র মৃত্যুর কথা জানিয়ে ইমেইল করে তাদের পরবর্তী পদক্ষেপ নেবার জন্য (যদি কিছু থেকে থাকে) সবিনয়ে অনুরোধ জানিয়েছি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ