ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:২৪

সুইডেনের পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় পবিত্র চিহ্নের কোনো ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ জানাচ্ছে।

এছাড়া ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি ও ইসলামোফোবিয়া ছড়ানো বন্ধে সংশ্লিষ্ট সবাইকে ঢাকার পক্ষ থেকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সম্প্রতি নেদারল্যান্ডস ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। একজন ডাচ রাজনীতিক ও ইসলামোফোবিক গ্রুপ পেগিডার নেতা এডুইন ওয়াগেনসভেল্ড ২২ জানুয়ারি নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন।

ভিডিও চিত্রে দেখা যায়, কোরআনের ছিঁড়ে ফেলা সেই পৃষ্ঠাগুলো পোড়াচ্ছেন ওয়াগেনসভেল্ড। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটলো।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ