ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

একনজর দেখতে আজও আদালতে পরীমনির বৃদ্ধ নানা

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২১, ১২:৩২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়েছে। তার সঙ্গে দেখা করতে আজও আদালতে ছুটে এসেছেন বৃদ্ধ নানা ও খালাতো ভাই মেহেদী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন।

আদালতে কেন এসেছেন জানতে চাইলে পরীমনির নানা বলেন, ‘নাতনীর সাথে দেখা করতে এসেছি।’

এ ছাড়া তিনি আর কোনো কথা বলেননি।

এ সময় পাশে বসে থাকা পরীমনির খালাতো ভাই মেহেদী বলেন, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।

আজ সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে পরীমনিকে নিয়ে আসা হয়।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ