সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডোবায় পড়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়কের দুই যাত্রী, নোয়াখালীতে দুই যুবক, বরিশালে মসজিদের ইমাম, ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালক, খাগড়াছড়িতে ব্র্যাককর্মী, জয়পুরহাটে অটোভ্যানযাত্রী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাইকেলচালকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডোবায় পড়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের শঙ্কা রয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বারহাল এলাকার পাশ্চিম শাহবাগ ও পূর্ব বটরতলের মাঝামাঝি নিজগ্রাম নামক স্থানে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জকিগঞ্জের গণিপুর গ্রামের মৃত মতু মিয়ার ছেলে মাহেল চৌধুরী ও বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের জুনেদ আহমদ। এছাড়াও একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বুধবার রাত ৮ টার দিকে বলেন, আমরা এখনো ৩ লাশ উদ্ধার করেছি। তবে আরও হতাহতের শঙ্কা রয়েছে।
সিরাজগঞ্জ : শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়কের গাড়াদহ বকুলতলা নামক স্থানে অটোরিকশা ও ট্যাঙ্কলরির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী আহত হন।
নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে আল আমিন (১৫) এবং একই উপজেলার বলধীপাড়া গ্রামের মৃত সমাজ মোল্লার ছেলে আব্দুল খালেক (৫৫)।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গেছে, শাহজাদপুর বাঘাবাড়ী নৌবন্দর এলাকা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্যাঙ্কলরির সঙ্গে উল্লাপাড়া থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে মহাসড়কের বকুলতলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এতে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী আহত হয়েছেন।
নোয়াখালী : হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার নলচিরা-জাহাজমারা সড়কে চরকিং ইউনিয়নে বিয়েতে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত আরো একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো. মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. তারেক (২০)। আহত যুবক মো. শাহরাজ (২৩) একই এলাকার মো. কবিরের ছেলে।
বুধবার দুপুর দেড়টায় উপজেলার হাতিয়া পৌরসভার নলচিরা-জাহাজমারা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. মামুন মোটরসাইকেলযোগে আরো ২ আরোহীকে নিয়ে উপজেলার চরকিং ইউনিয়নে তার এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে হাতিয়া পৌরসভার নলচিরা-জাহাজমারা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। অপর দু’জনের মধ্যে মামুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য নেয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
বরিশাল : উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বটতলা, দাইমুল্লা জামে মসজিদের ইমাম মাওলানা আ. হালিম (৫০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তিনি গুঠিয়া বন্দরের অদূরে আওরঙ্গজেব টাওয়ারের পশ্চিম প্রান্তে বরিশাল-বানারীপাড়া সড়কের এক পাশ থেকে অপর পাশে হেঁটে যাওয়ার সময় বরিশালের দিক থেকে দ্রæতগতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং তার কান দিয়ে রক্তক্ষরণ হয়। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরে রাত ৯টায় তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরের শশই এলাকায় মঙ্গলবার রাতে বাসের চাপায় রহমত আলী (৪৯) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত রহমত আলী (৪৯) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দেউনিয়া এলাকার আকবর আলীর ছেলে। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভাড়া বাসায় বসবাস করতেন। দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকার ভাঙা ব্রিজের কাছে ঢাকা অভিমুখী এনা পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন।
খাগড়াছড়ি : গুইমারায় চট্টগ্রাম সড়কে চন্দন বিকাশ ত্রিপুরা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম (হাটহাজারী-সরকারহাট) খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তি খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাইল্যাছড়ি তৈমাতাই জয়কুমার মেম্বারপাড়ার সুরাধার ত্রিপুরা ও প্রেমবালা ত্রিপুরার ছেলে। তারা তিন বোন ও ছয় ভাই। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সরকারহাট শাখার এনজিও সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।
জয়পুরহাট : সদর উপজেলায় ইটবাহী ট্রাক্টরচাপায় এক অটোভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম বিউটি বেগম (৪১)। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হিচমী বাইপাস-চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগম জয়পুরহাট সদর উপজেলার কড়ই-কাশিয়াপুকুর গ্রামের মৃত ফরমান আলীর স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, বুধবার সকালে বিউটি বেগমবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে জয়পুরহাট শহরে যাচ্ছিল। পথে হিচমী-চারমাথা এলাকায় পৌঁছে সড়কের একটি গর্তে ভ্যানটি উল্টে গেলে বিউটি বেগম পড়ে যান। এ সময় সামনের দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে সড়কে ভটভটির ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নাচোল উপজেলার সদর ইউনিয়নের আন্ধরাইল গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ফসিউদ্দিন (৫৮)।
নাচোল থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬ টারদিকে নাচোল আড্ডা সড়কের বেনীপুর মসজিদের সামনে একটি ভটভটি সাইকেল চালক ফসিউদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী ভোলামোড় বাজারে গরুভর্তি ভটভটিটি আটক করে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ