ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মিয়ানমার থেকে আসছে ভয়াবহ মাদক আইস

কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ৭
প্রকাশনার সময়: ১৮ আগস্ট ২০২১, ২১:৩৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২১, ২১:৪২

মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে সর্বনাশা মাদক আইস বা ক্রিস্টাল মেথ। অত্যন্ত দামি এই মাদক নানা কৌশলে কয়েক হাত ঘুরে আসছে রাজধানীতে। এর ক্রেতা মূলত বিত্তবানদের বখাটে সন্তানরা।

রাজধানীতে আধা কেজি আইস ও বিপুল ইয়াবা উদ্ধারের পর বুধবার এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে মঙ্গলবারের ওই অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নাজিম উদ্দিন, আব্বাস উদ্দিন, নাছির উদ্দিন, শিউলি আক্তার, কোহিনুর বেগম, সনজিত দাস ও হোসেন আলী। মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা বাজারমূল্যের আধা কেজি আইস, ৬৩ হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, আইস মাদকসেবীদের কাছে ক্রিস্টাল ম্যাথ বা ডি ম্যাথ নামে সর্বাধিক পরিচিত। এটি একটি স্নায়ু উত্তেজক মাদক। আইস ভয়াবহ উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এটি গ্রহণে উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়। ফলে সেবনকারী শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা আইস ও ইয়াবা কক্সবাজার থেকে কিনে চট্টগ্রামে নিয়ে যায়। এরপর মোংলা বন্দরমুখী এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা একটি বড় ট্রাকে তা নেয়া হয় কুমিল্লায়। সেখানে হাতবদল হওয়ার পর প্রাইভেটকারে এগুলো ঢাকায় আসে। শেষে ঢাকা মহানগরের অভিজাত এলাকায় এই মাদক বিক্রি করা হয়। সাধারণত সিসা লাউঞ্জে এই মাদক গ্রহণ করা হয়ে থাকে।

অতিরিক্ত কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেছে, লকডাউনের কারণে তাদের মাদক কারবারে মন্দা যাচ্ছিল। লকডাউন শেষে তারা কক্সবাজার থেকে আইসের এই চালান নিয়ে আসে। গ্রেফতারদের মধ্যে মাদকের ক্রেতা ও বহনকারীও রয়েছে। তারা এমন কৌশলে মাদক বহন করে যে, এক ধাপের লোকজন অন্য ধাপের কাউকে চেনে না। তবে এর নেপথ্যে থাকা মূল হোতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইয়াবা ও আইস একসূত্রেই জড়িত। যারা ইয়াবা বিক্রি করে, তারাই আইসের কারবারে এসেছে। এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

এর আগেও তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে।

এদিকে মঙ্গলবার পৃথক অভিযানে যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবির মিরপুর বিভাগ। তারা হলো রাশিদা বেগম ও মৌসুমী আক্তার।

সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ, গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ