মহামারি করোনাভাইরাসের মধ্যে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭৩ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৩ জন। তাদের মধ্যে এক হাজার ১১০ জন ঢাকার হাসপাতালে এবং ঢাকার বাইরে ৮৩ জন ভর্তি রয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) ৩২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এটিই চলতি মৌসুমে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হিসাবে সর্বোচ্চ।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ