ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো বিমানবাহিনী প্রধানকে

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২১, ১৭:৫৯ | আপডেট: ১৩ জুন ২০২১, ১৮:৩০

নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমানবাহিনী প্রধানকে এ ব্যাজ পরানো হয়। সূত্র: বাসস

বিমানবাহিনী প্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ বাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। নতুন বিমান প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

র‌্যাঙ্ক ব্যাজ পরানোর এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।

উল্লেখ্য, নবনিযুক্ত বিমান প্রধান শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন।

আরো পড়ুন

বিমানপ্রধানের দায়িত্ব নিলেন শেখ আব্দুল হান্নান

আরআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ