ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বছরে একবার সরকারি কর্মকর্তা কর্মচারীর ডোপ টেস্ট

শিক্ষক-শিক্ষার্থীদেরও পরীক্ষা হবে
প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২১, ১৯:৪৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২১, ১৯:৫০

মাদক নিয়ন্ত্রণে সরকারি চাকরিজীবিদের জন্য মাদক পরীক্ষা (ডোপ টেস্ট) বাধ্যতামূলক করার কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদককে নিরুৎসাহিত করতে ডোপ টেস্টের মাধ্যমে চাকরিতে প্রবেশ এবং বছরে একবার কর্মকর্তা-কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা এই টেস্টে পজেটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‘শিক্ষাপ্রতিষ্ঠানও এর আওতায় থাকবে। শিক্ষার্থীরা যারা ভর্তি হবেন বা শিক্ষক হবেন তারা সবাই এর আওতায় আসবেন। যেসব মাদক আসছে তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এর উৎস কী এবং ভুক্তভোগী কারা হচ্ছেন তা নিয়ে আলোচনা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা তো মাদক তৈরি করি না। এসব বাইরে থেকে আসে। এর ভুক্তভোগী আমাদের ইয়াং জেনারেশন। তাদের রক্ষার জন্য কী কী করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কয়েকটি ভয়ংকর মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে। সেগুলো যাতে না ঢুকতে পারে সে জন্য ডাক বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে স্ক্যানার বসিয়ে প্রত্যেকটা কুরিয়ার স্ক্যান করার ব্যবস্থা করতে। যারা মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় আফগানিস্তান নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানে তালেবান উত্থানের কোনো প্রভাব এ দেশে পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে দূরত্ব এক হাজার মাইল। মাঝে আরও কয়েকটা দেশ আছে। ফলে সেখান থেকে আফগান শরণার্থীরা এখানে চলে আসবে এমন চিন্তা অবান্তর। সেখানে কী হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। ‘আমাদের একটা সরকার আছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি। এখান থেকে কেউ যদি সেখানে যেতে চায়, তার সব পথ বন্ধ। যাতায়াতের কোনো বাহন নেই। তাহলে কি হেঁটে গিয়েছেন? যারা এমনসব বলছেন তারা চিন্তা না করেই বলছেন।

তিনি বলেন, ‘আফগান শরণার্থীরা রয়েছে এ দেশ থেকে এক হাজার কিলোমিটার দূরে। আমরা এমনিতেই রোহিঙ্গা নিয়ে আছি, পাকিস্তানের শরণার্থীদের নিয়ে আছি। আফগান শরণার্থী এখানে কোনো প্রাসঙ্গিক বিষয় নয়।’

চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি উত্তর ও দক্ষিণ নতুন কমিটি সেখানে ফুল দিতে গিয়েছিল। সেখানে যাওয়ার সময় তারা উচ্ছৃঙ্খলভাবে ঘটনাটি ঘটিয়েছে।

‘পরিষ্কারভাবে নির্দেশনা দেয়া হয়েছে, কোভিডের মধ্যে সমাবেশ করতে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও তারা শত শত মানুষ নিয়ে সেখানে ঢুকেছে এবং বিধিভঙ্গের চেষ্টা করেছে। এবং সেখানে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বেধড়ক ইট-পাটকেল ছুড়েছে। এ কারণে পুলিশ বাধ্য হয়ে টিয়ারগ্যাস ছুড়েছে।’

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ