ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ কখন, কোথায় কী?

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬

রাজধানীসহ সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে। শনিবার (৩১ ডিসেম্বর) কোথায় কী আয়োজন রয়েছে দেখে নিন এক নজরে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকাল ১০টায় দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী সংবর্ধনা: আইইবি’র উদ্যোগে দুপুর ১২টায় ইআরসি কনফারেন্স হল (৩য় তলা), আইইবি সদর দফতরে ‘বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী সংবর্ধনা’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

আইজিপির কর্মসূচি: মৌচাকে জামায়াতের হামলায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বেলা পৌনে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যাবেন।

র‌্যাব মহাপরিচালকের মতবিনিময়: থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। রাত পৌনে ৯টায় গুলশান-২ গোল চত্বর এলাকায় এ মতবিনিময় হবে।

ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগরীতে নেয়া সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বেলা পৌনে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় কাউন্সিল: সকাল ১০টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনায় অনুষ্ঠিত হবে।

বিএনপির সংবাদ সম্মেলন: বেলা ১১টা ৩০ মিনিটে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ( ভারপ্রাপ্ত দফতর সম্পাদক) এমরান সালেহ প্রিন্স।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ