ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা কাল 

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ২০:০৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২, ২০:০৯

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ডেকেছে সংগঠনটি। আগামীকাল শনিবার সকাল ১১ ঘটিকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধায় সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সংগ্রামে প্রধান হাতিয়ার, স্বাধিকার থেকে স্বাধীনতার প্রতিটি পর্বে নেতৃত্ব ও আত্মত্যাগকারী শহীদের রক্তস্নাত সংগঠন, বাংলার ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের অস্তিত্ব ধারণকারী, অধিকার আদায়ের স্বপ্নসারথি, সমৃদ্ধ-উন্নত-আধুনিক-স্বনির্ভর স্মার্ট বাংলাদেশের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত প্রস্তুতি সভায় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর শাখা, ঢাকা মহানগর দক্ষিণ শাখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা জেলা উত্তর শাখা, ঢাকা জেলা দক্ষিণ শাখা, ইডেন মহিলা কলেজ শাখা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা, গভর্নমেন্ট কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স শাখা, শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা, কবি নজরুল সরকারি কলেজ শাখা, সরকারি তিতুমীর কলেজ শাখা, ঢাকা মেডিকেল কলেজ শাখা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা, মুগদা মেডিকেল কলেজ শাখা, হাবিবুল্লাহ বাহার কলেজ শাখা, আবুজর গিফারী কলেজ শাখা, তেজগাঁও কলেজ শাখা, ঢাকা আইন জেলা শাখা ও সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে যথাসময়ে উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত হবার আহ্বান জানানো হলো।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ