বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল) ক্যাডারের কর্মকর্তা মো. সরোয়ার হোসেনকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব প্রদান করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। যার স্মারক নম্বর - ৪৬.০০.০০০০.০৮৩.০১২.০১১.২১-৮৪১, তাং ২৯/১২/২০২২ ইং।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব (পানি সরবরাহ-১) মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতি: প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পার্শ্বে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কর্মস্থলে দায়িত্ব প্রদান করা হলো।’ প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ায় অত্র অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারদের পক্ষে তাকে অভিনন্দন জানানো হয়।
এসময় তাকে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল শাখার সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম মিয়ার নেতৃত্বে সকল প্রকৌশলীদের সাথে নিয়ে, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠনের সভাপতি মো. কবির আহমদ মজুমদার, কার্যকরী সভাপতি সৈয়দ ইকরামুল হক এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন , বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতির সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম মিয়া ও সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির সভাপতি মো. স্বপন মিয়া এবং সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল মেকানিকস ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ এবং যুগ্ম সম্পাদক মো. নাজিমুদ্দিন মাসুদ এবং বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দসহ সকল সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানান।
প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব প্রাপ্ত (চলতি দায়িত্ব) কর্মকর্তা প্রকৌশলী মো. সরোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানসকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন আগামীতে অধিদপ্তরের উন্নয়ন তথা সকল কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। পাশাপাশি সম্পূর্নরুপে দাপ্তরিক শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অত্র অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) মীর আব্দুস সাহিদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ