ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রসিক নির্বাচন : ১২২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাপার মোস্তফা

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ২২:২৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ২২:৩১

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১২২ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিপুল ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনভর ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মো. আমিরুজ্জামান। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান।

জানা গেছে, ১২২টি কেন্দ্রের ফলাফলে প্রথম স্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা, তিনি লাঙ্গল প্রতীকে ৭২ হাজার ৫১৩ ভোট।

দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিরুজ্জামান, তিনি হাতপাখা প্রতীকে ২৫ হাজার ৭৩০ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান মিলন, তিনি হাতি প্রতীকে ১৭ হাজার ২৪১ ভোট।

৪র্থ অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া, তিনি নৌকা মার্কায় পেয়েছেন ১১ হাজার ৮৫৬ ভোট।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২২৯ ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। কোনো ধরনের সহিংসতা ছাড়াই ভোট সম্পন্ন হয়।

তবে নির্ধারিত সময়ের পরেও কয়েকটি কেন্দ্রে ভোটারের লাইন দেখা গেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা বলেছেন, যারা বিকাল সাড়ে ৪টার আগে ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন তারা ভোট দিতে পারবেন। তবে এ ধরনের কেন্দ্রের সংখ্যা একেবারেই হাতেগোনা।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ