ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, চালক নারী 

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:২২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২, ১৭:০৫

বহু কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন এখন শুধু সময়ের অপেক্ষা। ঢাকার যানজট নিরসনে আগামী বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হবে দেশের প্রথম মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন মেট্রোরেলের প্রথম যাত্রী। আর এই ট্রেনটি সেদিন চালাবেন একজন নারী চালক যার নাম মরিয়ম আফিজা।

জানা গেছে, প্রধানমন্ত্রী উত্তরায় মেট্রোরেল উদ্বোধনী ফলক উন্মোচন করবেন ও ভাষণ দেবেন। এরপর টিকিট কেটে মেট্রোরেলে চড়ে তিনি উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে নামবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির তথ্যমতে, মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার প্রস্তুতি শেষ করেছেন।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান।

আধুনিক পদ্ধতিতে টিকিট কিনে উদ্বোধনের পরের দিন থেকেই অত্যাধুনিক এই পরিবহন ব্যবহার করতে পারবেন ঢাকাবাসী। উড়াল পথের এই মেট্রোরেলে চড়তে হলে তিন তলায় স্থাপিত প্ল্যাটফর্মে যেতে হবে যাত্রীদের। এর আগে দোতলা থেকে কিনতে হবে যাত্রার টিকিট। মেট্রোরেলে চড়ে গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর আবার টিকিট ব্যবহার করেই ত্যাগ করতে হবে প্ল্যাটফর্ম।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ