ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ রাজধানীর কোথায় কী?

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৫০

আজ শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২, ৯ পৌষ ১৪২৯, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৪। এক নজরে দেখে নিন আজ রাজধানীর কোথায় কী আয়োজন রয়েছে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর দলটির কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসবেন। তারপর আধঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিএনপির গণমিছিল: ঢাকার বাইরে বিভিন্ন জেলায় পূর্বঘোষিত গণমিছিল করবে বিএনপি। শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ায় আমান উল্লাহ আমান মিছিল করবেন। আবদুল আউয়াল মিন্টু কিশোরগঞ্জে মিছিল করবেন।

পরিকল্পনামন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি: বেসরকারি চ্যানেল নেক্সাস টেলিভিশনের ‘উই ক্যান ইন্টারপ্রিনিউয়ারশিপ’ কনফারেন্সে অংশ নেবেন। শনিবার সন্ধ্যা ৫টায় রাজধানীর গুলশান-১ এ কনফারেন্স শুরু হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্রিফ: ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ে ব্রিফ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর সেন্ট ম্যারি'স ক্যাথেড্রালে (কাকরাইল চার্চ) বিকেল ৪টায় এ ব্রিফ অনুষ্ঠিত হবে।

র‌্যাবের ব্রিফ: রাজধানীর ডেমরা এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের রফতানিযোগ্য চোরাই গার্মেন্টস মালামালসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ বিষয়ে রাজধানীর মিরপুর পাইকপাড়া র‍্যাব-৪ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ব্রিফ করবে র‌্যাব। শনিবার বেলা সাড়ে ১১টায় এ ব্রিফ অনুষ্ঠিত হবে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ