বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ২২তম জাতীয় সম্মেলনে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে আমন্ত্রণপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে কাউন্সিলের অভ্যর্থনা কমিটির একটি প্রতিনিধি দল।
এ সময় বিএনপির পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
বিএনপি কার্যালয়ের সামনে সায়েম খান বলেন, প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।
সায়েম খান বলেন, ‘যারা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’ আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানালেন কেন, এর জবাবে তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।
তবে বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছেন না। কারণ, আজ ঢাকা ছাড়া সারা দেশে বিএনপির যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল রয়েছে। শীর্ষ নেতারা অনেকেই কারাবন্দি। তা ছাড়া আজকে অনেক কেন্দ্রীয় নেতা ঢাকার বাইরে রয়েছেন বলে জানা গেছে।
আমন্ত্রণ কার্ড গ্রহণ করে প্রিন্স আওয়ামী লীগের নেতাদের বলেন, গণমিছিল উপলক্ষে সবাই বাইরে। আমাদের মহাসচিবসহ নেতারা কারাগারে। নেতাদের সঙ্গে আলাপ করে জানাব। তাদের কাছে কার্ড পৌঁছে দেব।
জবাবে সায়েম বলেন, আমরা প্রত্যাশা করব, আপনি নেতাদের বলবেন। পরে প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধি দলকে চায়ের আমন্ত্রণ জানালে তারা ব্যস্ততার কথা বলে বিদায় নেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, তাইফুল ইসলাম টিপু, কাজী রওনকুল ইসলাম টিপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিরুজ্জামান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক আবু সায়েমের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন, রাসেল মাহুমদ, হাসানুজ্জামান লিটন, ইশতিয়াক আহমেদ শিমুল প্রমুখ।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ