পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী মার্চে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকেও বাংলাদেশে নিয়ে আসতে বলেছি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আজ সকালে মেইল পেলাম, আগামী মার্চে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আমি অ্যাম্বাসেডরকে বলে দিয়েছি সাথে করে মেসি ও তার দলকে নিয়ে আসতে। আমরা তাকে বাংলাদেশের স্থানীয় আতিথেয়তা দিতে চাই।
মন্ত্রী জানান, পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে একটি সিদ্ধান্ত হতে পারে, এটি ভালো খবর। এর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিরও সম্ভাবনা দেখছেন তিনি।
আব্দুল মোমেন বলেন, স্পোর্টস ডিপ্লোম্যাসি খুব কাজে দিয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর এক টুইটের মাধ্যমে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো জানান, বাংলাদেশে আবারও দূতাবাস চালু করার কথা ভাবছে আর্জেন্টিনা।
কাতারের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির দলের প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশির সমর্থনের কারণেই দূতাবাস পুনরায় চালুর ব্যাপারটি উঠে এসেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, তারা বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক অন্বেষণ এবং বাণিজ্যে বৈচিত্র্য আনতে চায়।
এর আগে চলতি বছরের আগস্টে কাফিয়েরো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করেন। বৈঠকে উভয় কূটনীতিক সম্মত হন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু ছিল। কিন্তু বাংলাদেশের সঙ্গে তেমন ব্যবসা-বাণিজ্য না থাকায় ১৯৭৮ সালে দূতাবাস বন্ধ করে দেয় আর্জেন্টিনা।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ