রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও নগরবাসিকে শুভেচ্ছা জানিয়ে ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
বুধবার (২১ ডিসেম্বর) সড়ক পথে তারা রংপুরে যান। বৃস্পতিবারও সারাদিন ভোটারদের কাছে রওশন এরশাদের বার্তা পৌঁছে দেবেন।
পার্টির সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটুর নেতৃত্বে প্রতিনিধি দলে আরো আছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, জাপার প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইং কাজী লুৎফুল কবীর ও কাজী শামসুল ইসলাম।
সফরে চার সদস্যর প্রতিনিধি দল বুধবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন। পাশাপাশি সিটির নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণা পর্যবেক্ষণ করেন।
সফরকালে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বেগম রওশন এরশাদের প্রতিনিধি দল। এসময় তারা মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন রওশন এরশাদের প্রতিনিধি দল। নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ