রাজধানীর পল্টন থানার মামলায় চতুর্থ দফায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বিষয়টি জানিয়েছেন।
এদিন দুই আসামিরপক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে দেন।
এর আগে গত ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একই দিন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম ফখরুল ও আব্বাসকে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
নয়াপল্টন এলাকায় পুলিশের ওপর হামলা চালাতে দলের সদস্যদের উসকানি দেয়ার অভিযোগে ফখরুল ও আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ