হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া বরগুনার আমতলীতে চীনের দুই নাগরিকসহ তিনজন, রূপগঞ্জে তিন যাত্রী, সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, সাভারে অটোরিকশা চালক, নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা, মুন্সীগঞ্জে যুবক, নীলফামারীতে মোটরসাইকেল আরোহী, যশোরে মোটরসাইকেল আরোহী ও চট্টগ্রামে বৃদ্ধ নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নছরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।
নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), তার স্ত্রী শাহেনা আক্তার (২৫), একই গ্রামের সফর আলীর ছেলে রাজু মিয়া (২২), আকবর আলীর স্ত্রী মোছা. রাহেলা আক্তার (২৩), একই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০) ও একই উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের হাজী আনফর উল্লার ছেলে আলাউদ্দিন (২৭)।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম ও ডিএসবির এএসআই মো. আবু সুফিয়ান এবং ডিএসবির সদস্য মো. ফারুক আহমেদ জানান, সকালে শায়েস্তাগঞ্জ থেকে ওলিপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ওই কার্ভাডভ্যান। এতে ঘটনাস্থলেই ওই ছয়জন মারা যান। এ সময় গুরুতর আহত রাজিয়া আক্তারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বরগুনা : আমতলী উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে চীনের দুই নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের চালক। রোববার রাত দেড়টার দিকে উপজেলার কেওয়াবুনিয়া এলাকায় আমতলী-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চীনের দুই নাগরিক হলেন লুজিকলং ও লিওয়েন তাও। নিহত অপরজন হলেন দোভাষী মো. ফখরুল হাসান। লিওয়েন তাও বরগুনার তালতলীর নির্মাণাধীন ৩০০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের চীনের সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। আর লুজিকলং ছিলেন প্রতিষ্ঠানটির প্রকৌশলী।
ফখরুল তাদের দোভাষী হিসেবে কাজ করতেন। ফখরুলের বাড়ি ঢাকার গুলশানে। তার বাবার নাম মো. আনিসুর রহমান। আহত মাইক্রোবাসচালক হলেন মো. মুসা মৃধা। তিনি পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের আবদুস সালাম মৃধার ছেলে।
জানা যায়, ঢাকা থেকে ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে তালতলী নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্রে আসছিলেন তারা তিনজন। মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি আমতলীর কেওয়াবুনিয়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার ও পেঁয়াজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার রাত ১২টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের আমলাবো এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে কাঞ্চনগামী একটি প্রাইভেট কার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো মুন্সি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীতমুখী পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন প্রাইভেটকারে থাকা যাত্রী গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন এলাকার খলিলুর রহমানের ছেলে আলমগীর হোসেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন উত্তর চাঁদপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম ও একই জেলার ফরিদগঞ্জের হররুম খালী এলাকার আব্দুল হাইয়ের ছেলের আজাদ হোসেন। এ সময় গুরুতর আহত হন আব্দুস সোবহান নামে এক যাত্রী। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি দল ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার থেকে তিনজনের লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা : সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজমীর হোসেন (২৭)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। নিহত আজমীর গ্রামীণ ব্যাংকের যশোরের নাভারন শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আজমীরের ভাই আসাফুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে আজমীর তার কর্মস্থল থেকে বাড়িতে আসেন। সোমবার সকালে নিজের মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার : ঢাকার ধামরাইয়ে নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৪৫) নামে অটোরিকশার চালক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ওসি বলেন, দুর্ঘটনার পরই অটোরিকশার চালককে গুরুতর অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
নরসিংদী : রায়পুরায় যাত্রীবাহী বাস চাপায় আবদুল হাই (৬০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রোববার সন্ধায় উপজেলার মরজাল ইউনিয়নের ধুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (৬০) মরজালের চরধুকুন্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল অংশের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস অপর আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মুন্সীগঞ্জ : সদর উপজেলার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ উদ্দিন ঢালী (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেহেরকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোতালেব ঢালীর ছেলে।
নিহতের পরিবার জানায়, বিকেলে রিয়াজ মোটরসাইকেল চালিয়ে উত্তর ইসলামপুর থেকে মামার বাড়ি একই উপজেলার খাসেরহাট যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে শেহেরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিয়াজ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
নীলফামারী : সদরের চড়াইখোলা এলাকায় অটোরিকশার ধাক্কায় রুবেল ইসলাম (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার বটতলী নাম স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ইসলাম ওই এলাকার বাবরীঝাড় গ্রামের শাহাপাড়ার আজিজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রুবেল নিজ বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক রুবেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রুবেল মারা যান।
যশোর : মনিরামপুরে মামুন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাহাবুদ্দিন (৪০) প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই মইনুদ্দিন (৩৫)। সোমবার সকাল ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর দিপ্র ইটভাটার সামনে ঘটনাটি ঘটে।
হতাহতরা উপজেলার মাঝলাউড়ি গ্রামের সিরাজুল ইসলাম খোকার ছেলে। এদিকে স্থানীয় চিনাটোলা বাজারে বাস ফেলে পালিয়েছেন চালক, হেলপার ও সুপারভাইজার।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা বলেন, আমি ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে সামনে তাকিয়ে দেখি মোটরসাইকেল পড়ে আছে। পাশে দুইজন পড়ে ছটফট করছেন। এগিয়ে যেয়ে দেখি একজন মারা গেছেন। অন্যজনকে আমরা ভ্যানে তুলে হাসপাতালে পাঠাই। রাস্তা ভাঙা হওয়ায় পরিবহনটি বাঁক নিতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
চট্টগ্রাম : কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক আহম্মদ একই থানার খোয়াজনগর এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র। তিনি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের মালিক লায়ন হাকিম আলীর মামা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ গুরুতর আহত হন। পরে পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ