ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশকে ১০ লাখ টিকা দিচ্ছে ক্যোভ্যাক্স

প্রকাশনার সময়: ১১ জুন ২০২১, ১৬:৪০ | আপডেট: ১১ জুন ২০২১, ১৮:১৯

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে ভ্যাকসিনের জন্য বৈশ্বিক সংগঠন ক্যোভ্যাক্স।

শুক্রবার (১১ জুন) এক বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে কবে নাগাদ এই টিকা আসবে তা নিশ্চিত করে কিছুই বলেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছি টিকার জন্য। আমাদের দেশে প্রায় ১৫ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছে এবং টিকা না পেলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারছে না। আমরা জরুরি ভিত্তিতে তাদের কাছে টিকা চেয়েছি।

প্রসঙ্গত, এদিকে আগামী ১৩ জুন চীন থেকে ছয় লাখ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ