সুনামগঞ্জের ছাতকে জয়ব্রত ভট্টাচার্য তুষার (২৫) নামের এক ব্রাজিল সমর্থক যুবকের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মেসির হাতে ওয়ার্ল্ডকাপ মেনে নিতে না পেরে স্ট্রোক করে তার মৃত্যু হয়। সে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের পুর্ব রামপুর গ্রামের মৃত জ্যুতিষ ভট্টাচার্য তপনের ছেলে। সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে সে সিভিল ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেছিল।
জানা গেছে, কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে যখন মেসির হাতে বিশ্বকাপ শিরোপা তুলে দেওয়া হচ্ছিল তখন ব্রাজিল সমর্থক তুষার হঠাৎ স্ট্রোক করেন। পরে স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটের বাঘবাড়ীতে নিজ বাসায় আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখছিলেন তুষার। শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে টিভির পর্দায় যখন মেসির হাতে বিশ্বকাপ দেখেন তখনই পরিবারকে জানান মেসির হাতে বিশ্বকাপ তিনি মানতে পারছেন না; তার কষ্ট হচ্ছে। এ কথা বলেই তিনি ফ্লোরে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
এদিকে, ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ