ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ : ওআইসিকে আইনমন্ত্রী

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২২, ১৯:৫৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য উন্নত নিয়ন্ত্রণকাঠামো ও তদারকি ব্যবস্থা করেছে সরকার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া সম্মেলনে মুসলিম দেশগুলোর মোর্চা আন্তর্জাতিক ইসলামী সংস্থা-ওআইসিকে এমনটিই জানিয়েছেন তিনি।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আইনমন্ত্রী বলেছেন, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশকেও দুর্নীতির ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

আইনমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে সকল স্তরে দুর্নীতি প্রতিরোধে ফৌজদারি আইন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, তথ্যের অধিকার নিশ্চিতে তথ্য কমিশন, মানি লন্ডারিং আইন, সন্ত্রাসে অর্থায়ন বন্ধ, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা, সরকারি ক্রয়ে সচ্ছতা নিশ্চিতকরণ এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিরোধসহ নানা উদ্যোগ গ্রহণ করেছি।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি জাবেদ পাটোয়ারীও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবের দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাজিন ইব্রাহিম আল কাহমুস। ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিসের নির্বাহী পরিচালক, ইন্টারপোলের মহাসচিব, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ