ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

তিন আসনে ভোট পেছাল, নতুন তারিখ ঘোষণা

প্রকাশনার সময়: ১০ জুন ২০২১, ২০:২৩ | আপডেট: ১০ জুন ২০২১, ২০:২৬

সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সে তারিখ পরিবর্তন হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ২৮ জুলাই এই তিন আসনে ভোট হবে। তিন আসনে ভোটের তারিখ পরিবর্তন হলেও লক্ষ্মীপুর-২ আসনে ২১ জুনই ভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৮২তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, করোনার ঝুঁকিপ্রবণ এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন ২১ জুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পাশাপাশি জাতীয় সংসদের তিনটি আসনে ১৪ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ভোট পেছানো হয়েছে।

তিনি আরো বলেন, ২১ জুন নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি।

হুমায়ুন কবীর খোন্দকার আরো বলেন, তফসিল ষোষিত ১১টি পৌরসভার মধ্যে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ ও ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। অন্য ৯টি পৌরসভা করোনার উচ্চঝুঁকিসম্পন্ন এলাকায় হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রচার-প্রচারণা চালানোর জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছে।

নয়া শতাব্দী/কেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ