রাজধানীর বাংলামোটর মোড়ে সেন্ট মার্টিন পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। তবে পাশের একটি ভবনেও এ আগুন ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টা ২৮মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে বাসে যাত্রী ছিল কি না প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, বাসের আগুন পাশের একটি ৪ তলা ভবনে ছড়িয়ে পড়েছে। এ কারণে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। তবে পাশের ভবনে আগুন কীভাবে ছড়িয়ে পড়ল, সে বিষয়টি নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা।
এদিকে, যাত্রীবাহী বাসে আগুনের ঘটনার পরপর র্যাব, পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছেন। পাশাপাশি কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়েও খোঁজখবর নিচ্ছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ