ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

থার্টি ফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:২০

মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কামাল বলেন, আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ঘিরে দেশে কোনো হুমকি নেই। তবে ওইদিন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, থার্টিফাস্ট নাইটে আতশবাজি, পটকা, ভুভুজেলা বাজানো যাবে না। পাশাপাশি রাস্তা আটকে কোনো অনুষ্ঠান করা যাবে না।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ