ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে কখনোই সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ইভিএম সমস্যা নয়। সেটাতো একটা যন্ত্র মাত্র। এর পেছনে যারা কাজ করেন তারাই সমস্যা।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম বলেন, এটা একটা যন্ত্র, তাকে যা ইনপুট দেয়া হবে তার ফলাফল সে প্রদর্শন করবে। তবে এর পেছনে যারা থাকে তারাই তো দুষ্কর্মগুলো করে। আমরা মনে করি ইভিএম দিয়ে কখনোই সুষ্ঠু ভোট সম্ভব নয়।
তিনি আরো বলেন, ইভিএম এমন একটি যন্ত্র যা দিয়ে পক্ষপাতমূলক যেকোনো কর্মকাণ্ড করা যায় এবং আমরা বরাবরই ইভিএমের বিপক্ষে। কারণ, এটি দিয়ে একটি পক্ষকে জেতানো সম্ভব।
রসিক নির্বাচন সুষ্ঠু হবে কি-না এ বিষয়ে তিনি বলেন, আমি জ্যোতিষী নই, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে জ্যোতিষী হতে হবে। জনগণ চাচ্ছে এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হোক। যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন। তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আমাদের আশা।
রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, রংপুর মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট খাইরুল ইসলাম বাপ্পি, মোখলেছুর রহমানসহ রসিকের ভোটে অংশ নেয়া ৯ মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ